Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৩৫ কোটি গাছ লাগানোর অনন্য দৃষ্টান্ত ইথিওপিয়ায়


৩০ জুলাই ২০১৯ ০৫:০৮

একদিনে ৩৩৫ কোটি গাছ লাগিয়ে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইথিওপিয়া। সোমবার (২৯ জুলাই)  সেদেশের কর্তৃপক্ষ দাবি করছে এটা নতুন বিশ্ব রেকর্ড। খবর বিবিসির।

এর আগে ২০১৬ সালে একদিনে ৫ কোটি গাছ লাগানোর রেকর্ড করেছিল ভারতীয় স্বেচ্ছাসেবকেরা।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের গৃহীত গ্রিন লিগ্যাসি ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে সারাদেশকে একহাজার সাইটে ভাগ করা হয়। তারপর সকল সাইটে একযোগে গাছ লাগানোর কার্যক্রম চালানো হয়। সরকারি অনেক অফিস এ দিন ছুটি ঘোষণা করা হয়। সরকারি কর্মকর্তারা এই গাছ লাগানোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ইথিওপিয়ায় কর্মরত জাতিসংঘ, বৈদেশিক মিশন সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার সদস্যরাও এই কর্মসূচীতে অংশগহণ করেন।

উল্লেখ্য, বিংশ শতাব্দীতে ইথিওপিয়ায় বনভূমি ছিল মোট আয়তনের ৩৫ শতাংশ কিন্তু একবিংশ শতাব্দীতে এসেই বনভূমির হার কমতে কমতে প্রায় ৪ শতাংশের কাছাকছি হয়ে যায়। ক্ষরাপ্রধান ইথিওপিয়াকে বনভূমি উজাড়ের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই গ্রিন লিগ্যাসি ইনিশিয়েটিভ চালু করা হয়। পূর্ব পরিকল্পনা অনুসারে, এই আয়োজনে ৪০০ কোটি গাছ লাগানোর কথা।

কিন্তু প্রধানমন্ত্রী আবি আহমেদের সমালোচকেরা বলছেন, সরকারের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি এবং অন্যান্য অভিযোগকে ধামাচাপা দিতেই এ ধরণের ঘটনা জন্ম দেওয়া হয়েছে।

ইথিওপিয়া গাছ লাগানো জলবায়ু পরিবর্তন বনভূমি রেকর্দ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর