Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষে চার রুটে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট


৩০ জুলাই ২০১৯ ০৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাঃ ঈদ-উল-আযহা উপলক্ষে চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এছাড়া ঈদের আগে ঢাকামুখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ জুলাই) নভোএয়ারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত দুইটি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ৯ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বিজ্ঞাপন

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে যশোর প্রতিদিন পাঁচটি, চট্টগ্রােম পাঁচটি, কক্সবাজার পাঁচটি, সৈয়দপুর পাঁচটি, সিলেট দুইটি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন ২ হাজার ১৯ টাকায়।

সারাবাংলা/ইউজে/কেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর