Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু


৩০ জুলাই ২০১৯ ১০:৩০ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত রোগীর নাম ফারজানা হক (৪৩)। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. নুরুল আমিনের স্ত্রী।

সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২ টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলতি মাসে ঢামেকে চিকিৎসাধীন সাত রোগীর মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নাসির উদ্দিন এই মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, সোমবার সকালেই নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা ফারজানা ডেঙ্গু জর নিয়ে ঢামেকে ভর্তি হন। শারীরিক অবস্থা বিবেচনায় আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। তবে রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে সোমবার সকালে রিতা (২৮) নামের এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়। তিনি ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি মাসে আরও যারা মারা গেছেন তারা হলেন, আজিমপুরের বাসিন্দা ফাতেমা আক্তার (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা বেগম (৩৩), কামরাঙ্গীর চরের হাফিজা বেগম (৬১), ডেমড়ার সারুলিয়ার রাজু (২০) ও লালবাগের ফরহাদ হোসেন (৪৪)।

এর আগে গত জুন মাসে ফরিদপুরের বাসিন্দা রাবেয়া বেগম (৫০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

ডেঙ্গু ডেঙ্গু জ্বরে মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর