Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহেলের সন্ধান চায় বিএনপি


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভোর রাতে আটকের গুজব ছড়ানোর পর এখন পর্যন্ত দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলে অবস্থান নিশ্চিত হতে না পেরে তার সন্ধান চেয়েছে বিএনপি।

নয়াপল্টন কার্যালয়ে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সন্ধান চান সোহেলের।

তিনি বলেন, ‘সে (সোহেল) কী অবস্থায় আছে? তাকে গ্রেফতার করা হলেও বলা হচ্ছে না কেন? আজকে আমরা সংশয়ে আছি। তার পরিবারের সঙ্গে কথা বলেছি, তারাও সংশয়ে আছে। আমরা জানতে চাই। কারণ, গোটা দেশটাই তো বন্দি আজকে আওয়ামী সরকারের হাতে। তারাই উত্তর দেবে— হাবিব-উন-নবী খান সোহেল কোথায়?’

এর আগে মঙ্গলবার ভোর রাতে গুজব ছড়িয়ে পড়ে বিএনপির যুগ্ম  মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে। মালিবাগ থেকে  গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করেছে। তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অবশ্য মঙ্গলবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম জানান, খালেদা জিয়ার সফরসঙ্গী ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছলে মালিবাগ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

তবে সোহেলের ঘনিষ্ঠ স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু তার ফেসবুকে লিখেছেন, ‘বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর ( দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে মালিবাগ এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে । বিষয়টি সঠিক নয় বলে আমরা জানতে পেরেছি । এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। পরিবারের পক্ষ থেকে হাবিব-উন-নবী খান সোহেলের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।’

বিজ্ঞাপন

বেলা পৌনে ১২টায় নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা জানতে পেরেছে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি  হাবিব-উন-নবী খান সোহেলকে আজ ভোর রাতে গ্রেফতার করেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো বাহিনী স্বীকার করছে না। আমরা ধোঁয়াশার মধ্যে আছি।’

তিনি বলেন, ‘হাবিব-উন-নবী খান সোহেল সাধারণ কোনো লোক না। তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ছিলেন। এখন ঢাকা মহানগর (দক্ষিণ ) বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিবও তিনি। এমন একজন ব্যক্তি এখন কী অবস্থায় আছে? তাকে গ্রেফতার করা হলেও বলা হচ্ছে না কেন?’

আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে সরকার তার স্বৈরাচারী গণতন্ত্রবিনাশী ইচ্ছা পূরণ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার রাষ্ট্রীয় শক্তিকে আয়ত্বে নিয়ে আলোচনা-সমালোচনা-সমাবেশ-ঘরোয়া বৈঠক-চলাচলকে সন্ত্রাসী তাণ্ডবে স্তব্ধ করে দিচ্ছে। অদক্ষতা, অযোগ্যতা, অহংকারে বছরের পর বছর দেশে আর্থ-সামাজিক-রাজনৈতিক-প্রশাসনিক-বিচারিক নানামুখী সংকট পাকিয়ে তুলেছে। আর এই সংকট সৃষ্টির জন্য ষোল আনা দায়ী সরকার ও সরকার প্রধান।’

তিনি জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে ১১ শ’র অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এজেড/আইজেকে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর