মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
৩০ জুলাই ২০১৯ ১১:১১
মানিকগঞ্জ: মানিকগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টা পর্যন্ত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে ।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. লুৎফর রহমান সারাবাংলাকে জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত জেলা হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন। এতোদিন ডেঙ্গু রোগ শনাক্ত করার জন্য রক্ত পরীক্ষার রিএজেন্ট হাসপাতালে না থাকলেও রোববার থেকে রিএজেন্ট আনা হয়েছে। এখন ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে এই হাসাপাতালে কোন সমস্যা হচ্ছে না। এছাড়া নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি অন্যান্য পরামর্শও দেওয়া হচ্ছে রোগীদের।
এদিকে জেলায় প্রথমবারের মতো হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট ও রিএজেন্ট সুবিধা পর্যাপ্ত পরিমাণে না থাকায় বিপাকে পড়ছে সেবা নিতে আসা রোগীরা।
জেলা প্রশাসন এস. এম. ফেরদৌস সারাবাংলাকে বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে শুধু রাষ্ট্রের নয়, ব্যক্তিগতভাবেও সকলকেই সচেতন হতে হবে। এই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ ও জনসমাবেশ সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করা হচ্ছে।