ফেনীতে নতুন ডেঙ্গুরোগী ১১জন, চিকিৎসাধীন ৩৯ জন
৩০ জুলাই ২০১৯ ১১:৫৯
ফেনী: নতুন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। এ নিয়ে বর্তমানে ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২৫০ শয্যার সদর জেনারেল হাসপাতালে এখন রোগীর সংখ্যা ৩২ জন। এরমধ্যে নতুন ৯ জন। ফেনী ডায়াবেটিস হাসপাতালে নতুন দুইজনসহ ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। ফেনী আলকেমী হাসপাতালে রয়েছেন ৩ জন রোগী। ফেনীতে ভর্তির বেশীর ভাগই ঢাকায় আক্রান্ত।
ফেনীর ২৫০ শয্যার সদর জেনারল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, নতুন রোগীসহ এখন ৩২ জন চিকিৎসাধীন রয়েছে। মোট চিকিৎসা নিয়েছেন ৬৭ জন। ফেনী ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুসেন চন্দ্র শীল জানান, বর্তমানে নতুন দুইজনসহ ৪ জন রোগী ভর্তি আছেন।