Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে জাপানের পররাষ্ট্রমন্ত্রী


৩০ জুলাই ২০১৯ ১৪:৩৭

কক্সবাজার: মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৪ এর উদ্দেশ্যে রওনা হন তারো কোনো। ওই ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে কথা বলবেন তিনি।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারো কোনো। ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে ২৯ জুলাই ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

কক্সবাজার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর