Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: হানিফ


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৬

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ঢাকা: খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ঢাকার জজ আদালতে রায় হবে। এ নিয়ে হানিফ বলেন, ‘আট তারিখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার এতিমদের টাকা আত্মসাতের দুর্নীতি মামলার রায়। এই রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা আওয়ামী লীগ সরকারের সময় হয়নি। এই মামলা হয়েছে তত্ত্বাবদায়ক সরকারের সময়। আমরা বলেছি, এই মামলায় আদালতের মাধ্যমে বেগম জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করুক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমাদের কোনো আপত্তি নেই।’

রায়ের আগে পরে দেশে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন হানিফ।

তিনি বলেন, ‘এই মামলার রায়কে সামনে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মামলার রায়ের আগে পরে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না।’

ভোটের বছরের শুরুতে দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে সিলেটে গিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

এই সফরের মাধ্যমে বিএনপি নেত্রী দেশের মানুষের চোখের ভাষা বুঝতে পেরেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এর জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘হজরত শাহজালাল মাজার জিয়ারত করতে গিয়ে আপনি বলেছেন, দেশের মানুষের চোখের ভাষা বুঝতে হবে। এই দেশের ১০-১৫ হাজার মানুষের চোখের ভাষা দিয়ে ১৬ কোটি মানুষের চোখের ভাষা বোঝা যায় না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে দেশের জনগণ আছে।’

বিএনপি নেত্রীর দৈন্য থেকে এতিমের টাকা আত্মসাৎ করেছেন দাবি করে হানিফ বলেন, ‘এই দেশে আইন সরবার জন্য সমান। আইনের চোখে আপনি অপরাধী হলে শাস্তি আপনাকে পেতে হবে। আপনি এতই দৈন্যে ছিলেন যে আপনার এতিমের টাকা আত্মসাৎ করতে হয়েছে! এতিমের টাকা আত্মসাৎ করা ইসলাম সমর্থন করে না। প্রত্যেকটি মানুষের কর্মের ফল আখিরাতে পেতে হবে। এতিমের টাকা আত্মসাৎ করতে কুণ্ঠাবোধ হয় না।’

ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত এ কর্মশালায়
বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী, শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর