Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে: ৪২ রোহিঙ্গা আটক


৩০ জুলাই ২০১৯ ১৭:৪৫

চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ৪২ জন রোহিঙ্গা নাগরিককে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। তারা কক্সবাজারের বিভিন্ন অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে পটিয়ায় এসে বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) রাতে তাদের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন থেকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানিয়েছেন।

ওসি বোরহান জানান, আটক রোহিঙ্গাদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ছয়টি শিশু রয়েছে। আটকের পর তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী কক্সবাজারের টেকনাফের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

‘ক্যাম্প থেকে পালিয়ে এসে তারা হাইদগাঁও পাহাড়ে আশ্রয় নিয়েছিল। সেখানে বস্তির মতো কাঁচাঘর তুলে তারা বসবাস শুরু করেছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে টেকনাফে পাঠিয়েছি।’

এর আগেও কয়েক দফা পটিয়া থেকে রোহিঙ্গা নাগরিক আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘ক্যাম্প থেকে পালিয়ে তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে।’


বিজ্ঞাপন
সর্বশেষ

৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১

ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের চমক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০

সম্পর্কিত খবর