Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে চায়: এরশাদ


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৯

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে, বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

মঙ্গলবার বাংলাদেশ জনতা ফ্রন্টের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সবদিক থেকে আজ অবরুদ্ধ। কথা বলতে পারি না, লিখতে পারি না, আমাদের জীবনের নিরাপত্তা নেই। মানুষ বাঁচতে চাই।’

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জনতা ফ্রন্টের মহাসচিব এ কে এম শফিকুল ইসলাম রঞ্জু ও ভাইস চেয়ারম্যান  মো. তসলিম উদ্দিন মুন্সীর নেতৃত্বে কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ বগুড়া ও ঝালকাঠি জেলার কয়েক জন নেতাও জাতীয় পার্টিতে যোগ দেয়।

প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘আমরা আশা করি সেদিন বেশি দূরে নয়, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তন আনবে। মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে।’

জাতীয় পার্টিতে যোগ দেয়া নতুন কর্মীদের অভিনন্দন জানিয়ে এরশাদ বলেন, ‘এর মাধ্যমে দেশের মানুষের কাছে বার্তা চলে গেল জাতীয় পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। যারা দলে এসেছেন, যোগদান করেছেন, তাদের পার্টিতে মূল্যায়ন করা হবে।’

এ ছাড়া রাজনীতির বর্তমান পরিস্থিতির কারণেই মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে, বলেও জানান এরশাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/এমআই

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর