Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক খাতের উন্নয়নে ৬৪.২৯ মিলিয়ন ইউরোর ঋণচুক্তি সই


৩০ জুলাই ২০১৯ ২১:৫২

ঢাকা: বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উন্নয়নে ৬৪ দশমিক ২৯ মিলিয়ন ইউরো ঋণ দেবে উন্নয়ন সহযোগী কয়েকটি সংস্থা। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ ৬৪২ কোটি ৯০ লাখ টাকা। এই অর্থ পোশাক কারখানার অগ্নি নির্বাপণ, কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা সর্বোপরি পরিবেশ-বান্ধব কাজে ব্যয় হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকে চুক্তি সই হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নানসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঋণের মোট অর্থের মধ্যে উন্নয়ন সহযোগী এএফডি (Agence Francaise de Developpment) দিচ্ছে ৫০ মিলিয়ন ইউরো। এছাড়া ইইউ, কেএফডাব্লিউ এবং জিআইজেড-এর অনুদান ও বাংলাদেশ ব্যাংকের তহবিলের মাধ্যমে আসবে ১৪ দশমিক ২৯ মিলিয়ন ইউরো। এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় প্রাক-অর্থায়ন সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্বাচিত পাঁচটি ব্যাংক (সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও এনসিসি ব্যাংক) এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠান (আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স) এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান বলেন, ‘স্বল্প সুদের হার এবং আর্থিক প্রণোদনার ভিত্তিতে এটি একটি ইউনিক প্রকল্প। গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে (৭%) ঋণ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে যথাযথ সময়ে প্রকল্পটির প্রাক অর্থায়ন সুবিধা দেওয়া হবে। ’

বিজ্ঞাপন

তৈরি পোশাক শিল্প কারখানার মালিকরা ভবনের বৈদ্যুতিক সংযোগ, অগ্নি নির্বাপণ ও কাঠামোগত সংস্কারসহ কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা সর্বোপরি পরিবেশ-বান্ধব বিনিয়োগের জন্য এ প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন। প্রকল্পটির গ্রাহক পর্যায়ে প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নিতে করতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং আইডিএলসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. জামালউদ্দিন বক্তৃতা করেন।

ঋণচুক্তি সই পোশাক খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর