গুণগতমানের পণ্য তৈরিতে অ্যাওয়ার্ড পেল ওয়ালটন
৩০ জুলাই ২০১৯ ২২:৩২
ঢাকা: শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ পেল ওয়ালটন। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ পুরস্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
রোববার (২৮ জুলাই) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন।
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম। আরও উপস্থিত ছিলেন এনপিও পরিচালক এস. এম. আশরাফুজ্জামান।
এ বছর ৬টি ক্যাটাগরিতে ওয়ালটনসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ওয়ালটনের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ নেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ ছনি, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ অনেকে।
মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওয়ালটন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮