জুলাইয়ে ঢামেক হাসপাতালে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
৩১ জুলাই ২০১৯ ০১:৪৬
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন বলেন, ‘গত রাতে (সোমবার) একজন ও আজ (মঙ্গলবার) সকালে একজন মারা গেছে। এ নিয়ে হাসপাতালে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নারী ও ৪ জন পুরুষ।’
তিনি বলেন, ‘অনেক সময় ওয়ার্ডে বা আইসিইউতে মারা গেলে খবর পেতে একটিু দেরি হয়। আবার ওই রোগী শুধু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি অন্য কোনো রোগ ছিল, তা যাচাই করতেও একটু সময় লাগে।’
ডেঙ্গু রোগে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা মারা গেছেন তারা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজিমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪), গাজিপুরের রিতা (২৮) ইস্কাটনের ফারজানা (৪২), নিটন হাওরাদার (২৫), গাজীপুরের উপেন্দ্র চন্দ্র মন্ডল (৬৫)।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সর্বমোট হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭৯ জন ও ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৩৩ জন রোগী।