Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ৩৮ ডেঙ্গু রোগী শনাক্ত


৩১ জুলাই ২০১৯ ০৯:৩৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ক্রমেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা। বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত ৩৮ জন রোগী শনাক্ত করা হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান এই তথ্য  নিশ্চিত করেছেন। তিনি জানান, সবশেষ মঙ্গলবার (৩১ জুলাই) নতুন করে ছয়জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এছঅড়া আক্রান্তদের মধ্যে দুজনের অবস্থা অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে যে ছয়জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন তাদের মধ্যে চারজন শিশু, একজন নারী ও একজন পুরুষ। জাতীয় গাইডলাইন মেনে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. লুৎফর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত এসব রোগীদের আলাদা মশারির মধ্যে রাখা হয়েছে। মশারিও হাসপাতালের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে।

ডেঙ্গু রোগী বাড়ছে মানিকগঞ্জ সদর হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর