Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ১০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত ও প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। তার নাম মো. ইব্রাহিম। বাড়ি টেকনাফের হ্নীলার জাদিমুড়া এলাকায়।

বুধবার (৩০ জুলাই) ভোরে টেকনাফের মেরিন ড্রাইভে খুরের মুখ নামক এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মেরিন ড্রাইভ হয়ে ইয়াবার একটি চালান পাচার করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা একটি সিএনজি ট্যাক্সিকে চ্যালেঞ্জ করলে ইয়াবা চোরাকারবারি ট্যাক্সির ভেতরে থাকা বিজিবি কে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান বিজিবি।

এ ঘটনায় বিজিবির দুই সদস্যও আহত হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল হাসান খান।

কক্সবাজার বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’