Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ৬ শ্রমিকের মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ১১:২০ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১১:৪৫

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে সাড়ে ৯টার দিকে জাফরপুরের নিখিল চন্দ্র নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে স্থানীয় নিখিল চন্দ্রের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করে মোট নয়জন শ্রমিক। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত এক শ্রমিক ট্যাংকের ভেতরে পড়ে যান। তাকে উদ্ধার করতে নেমে একে একে মারা যান আরও পাঁচ শ্রমিক। সব মিলিয়ে ছয় শ্রমিক ওই ট্যাংকের ভেতর পড়ে মারা যান।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয় শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া এসময় আহত তিন শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান ওসি।

শ্রমিকের মৃত্যু সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর