এ বছর বিমানের লাভ ২শ ৭২ কোটি টাকা: বিমান প্রতিমন্ত্রী
৩১ জুলাই ২০১৯ ১৭:৩০
ঢাকা: চলতি বছর বিমান ২৭২ কোটি টাকা মুনাফা করেছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। বুধবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মোট আয় করেছে ৫ হাজার ৭ শ ৯১ কোটি টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ৫ হাজার ৫শ ১৯ কোটি টাকা। যা লাভের হিসাবে অতিরিক্ত ২৭২ কোটি টাকা।
মন্ত্রী জানান, বিমানে আর কোনো দুর্নীতি হতে দেওয়া হবেনা। দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেখানে দুর্নীতির অভিযোগ এবং প্রমাণ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিমানকে ঘিরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করেন মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের টিকিট বিক্রি সম্পূর্ন অটোমেশন করা হয়েছে। যাত্রী সেবার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আগমনী যাত্রীদের প্রথম ব্যাগেজ ফ্লাইট অবতরনের ১৬ মিনিটে এবং শেষ ব্যাগেজ ৬০ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে পাওয়া নিশ্চিত করা হয়েছে। ব্যাগেজ একই ফ্লাইটে না এলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স যাত্রীর বাড়িতে ব্যাগ পৌঁছে দেবে। নির্ধারিত সময়ে বিমান উড্ডয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল নিয়োগ এবং তদারকি বাড়ানো হয়েছে। এসব উদ্যোগের কারণে বিমানের ভাবমূর্তি বেড়েছে এবং লাভজনক হচ্ছে। মন্ত্রী বলেন, বিমানকে ঢেলে সাজাতে চায় তার মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক জানিয়েছেন, বিমানের মধ্যপ্রাচ্যের যাত্রী ধরতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।