লক্ষ্মীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস প্রচার ও গুজব রটানোর অভিযোগে লক্ষ্মীপুরে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া যুবকের নাম আব্দুল্লাহ আল নোমান (২৩)। সে বাঞ্চানগর গ্রামের বেলায়েত হোসেন মানিকের ছেলে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের বাঞ্চানগর থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, গুজব ছড়ানো ও সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান হিসেবে র্যাব-১১ সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজরদারি রাখে। এরই প্রেক্ষিতে, আব্দুল্লাহ আল মামুন নিয়ন্ত্রিত একটি ফেসবুক পেইজ প্রচার করা মিথ্যা ও বিদ্বেষপূর্ণ লেখা আমাদের নজরে আসে। এছাড়া ওই পেইজ থেকে প্রধানমন্ত্রীর নামে মিথ্যা ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছিল। বিষয়টি র্যাবের নজরে আসলে দুপুরে শহরের বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় আব্দুল্লাহ আল মামুনের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব।