ইংল্যান্ডে অতিবর্ষণে হঠাৎ বন্যা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
৩১ জুলাই ২০১৯ ১৮:১৪
ইংল্যান্ডের উত্তর ইয়র্কশ্যায়ারে এক মাসের সমান বৃষ্টিপাত চার ঘন্টায় হবার পর আকস্মিক বন্যায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। খবর বিবিসির।
গত চার ঘন্টায় ৮২.২ মিলিমিটার বৃষ্টিপাতের পর হলুদ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাস্তাগুলোতে পানি উঠে যাওয়ায় এবং সংযোগ সেতু ভেঙ্গে পড়ায় বাস যোগাযোগ বন্ধ রয়েছে। এবং ভূমিধ্বসের আশঙ্কায় উত্তরাঞ্চলীয় রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তর ইয়র্কশ্যায়ারের জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা অফিস থেকে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লেবার্ণ এবং রিথ অঞ্চল থেকে বন্যার ব্যাপারে ১১৫টি কল পেয়েছে তারা।
এছাড়াও বন্যার পানি উঠে যাওয়ায় অনেক বাড়ি থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় জরুরি সাড়াদানের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়াও আকস্মিক বন্যার কারণে পূর্ব নির্ধারিত সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে।