Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় নুরুল ইসলাম হত্যা: ৫ আসামির ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন


৩১ জুলাই ২০১৯ ২১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড ও ৬ আসামির যাবজ্জীবন দিয়েছেন আদালত।

এছাড়া আরও ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ অনাদায়ে কারাদণ্ড প্রাপ্তদের আরও এক বছরের জেল দিয়েছেন আদালত।

বুধবার (৩১ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মাসুদ, পারভেজ হোসেন, হবিবর রহমান হবি, ফজলুর রহমান, সরোয়ার আফু। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- বিল্লাল হোসেন, সোহেল রানা, মো. মঞ্জু, রইচ উদ্দিন, মতিউর রহমান ও মো. কবির। বাকি ৬ জনের মধ্যে একজনকে ৭ বছর ও ৫ জনকে ৩ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় কোন্দলে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর তারিখে পোড়াদহ বাজারের পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে শাহীন রহমান সজিব বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আজ আদালত এ রায় ঘোষণা করেন।

 

৫ আসামীর ফাঁসি কুষ্টিয়া নুরুল ইসলাম হত্যা যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর