Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাঠে নামছে স্বাস্থ্য অধিদফতর


১ আগস্ট ২০১৯ ০৩:০৫

ঢাকা: ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে বৃহস্পতিবার (১ আগস্ট) মাঠে নামছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক সানিয়া তহমিনা আশা করছেন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই কাজে তারা সফল হবেন।

বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা।

বিজ্ঞাপন

ডা. সানিয়া তহমিনা বলেন, ‘ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে প্রশিক্ষণ দিতে স্বাস্থ্য অধিদফতরের ৪০০ দল ঢাকা শহরের সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুই লাখ শিক্ষার্থীর কাছে যাবে। তারা ডেঙ্গুর উৎসস্থল নির্মূলে কিভাবে করা যায় সে বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেবে, তারা যেন আবার বাসায় গিয়ে তা প্রয়োগ করতে পারে।’

উৎসস্থল ধ্বংস না হলে ডেঙ্গু আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘ঘরে মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়ে জনসচেতনতার অভাব স্পষ্ট। যদিও এই বিষয়টি আলোচনা নেই তেমন। দেশবাসীকে এ বিষয়ে সচেতন করতে গণমাধ্যমে সচেতনতামূলক বার্তা আর নির্দেশনা প্রচার করা হচ্ছে। তারপরেও যে খুব একটা সুফল মিলছে তা নয়। আর তাই এবার উৎসস্থল ধ্বংস করার কাজে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের।’

সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যত রকম ওষুধই ব্যবহার করি না কেন যদি সোর্স রিডাকশন না হয় এডিস মশা নিয়ন্ত্রণ করা অসম্ভব। যদি সোর্স রিডাকশনে আমরা সবাই মিলে কাজ না করি তাহলে ট্রেন্ড থামানো যাবে না। সেদিক থেকে প্রত্যেক নাগরিককে সচেতন করার দায়িত্ব আমাদের সবার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যদি কোনো কারণে কার্যকরভাবে এটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে প্রতিবছর এটা সেপ্টেম্বর পর্যন্ত যায়। পিক টাইম সেপ্টেম্বরে। সুতরাং এখানে একটাই পদ্ধতি সেটা হচ্ছে সোর্স রিডাকশন।’

কর্মসূচি প্রসঙ্গে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এম এম আক্তারুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘ডেঙ্গু রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো খুবই জরুরি। আমরা বৃহস্পতিবার থেকে ঢাকা শহরে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার উৎসস্থল পরিচ্ছন্ন করার জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাবো। এডিস মশার সোর্স রিডাকশন করতে পারলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই লক্ষেই আমরা আগামীকাল থেকে কাজ শুরু করবো।’

উল্লেখ্য, বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে জানানো হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪ জন। প্রতিবেদনে জানানো হয় গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৭৭ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২৮ জন। আর ঢাকা শহর বাদে ঢাকা বিভাগীয় এলাকায় রোগীর সংখ্যা ১১২ জন। ঢাকার বাইরে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪৯ জন।

এডিস মশা ডেঙ্গু জ্বর ডেঙ্গু প্রতিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর