রাজধানীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
১ আগস্ট ২০১৯ ০৫:০২
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসা থেকে ফাতেমা (৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটি এক চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করতো।
ফাতেমাদের প্রতিবেশী আশরাফুল ইসলাম জানায়, ফাতেমাদের বাসা নন্দীপাড়া ছোট বটতলার ১০ নম্বর গলিতে। বাবা দুলাল মিয়া শারিরিক প্রতিবন্ধী, মা শিখা বেগম বাসাবাড়িতে কাজ করেন। সংসারে অভাবের জন্য ছোট মেয়েকে দেড় মাস আগে কমলাপুর জসিম উদ্দিন রোডের একটি বাসায় কাজে দেওয়া হয়েছিলো। বাসার গৃহকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জাহাঙ্গীর আলম। গৃহকত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
গৃহকর্তা তাদের জানিয়েছিল ফাতেমা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। কিন্তু ফাতেমা কি ধরনের অসুস্থ হয়েছে তা জানাননি। পরে বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে মারা যায় ফাতেমা। মৃত্যুর পর তাদের জানানো হয়, ডেঙ্গু জ্বরে মারা গেছে ফাতেমা। কিন্তু বাসায় লাশ আসার পর তাদের বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ হলে খিলগাঁও থানায় অভিযোগ করেন তারা।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘ফাতেমার বাসা নন্দিপাড়া ছোটবটতলার ১০নম্বর গলিতে। কিন্তু ঘটনা হয়েছে মতিঝিল এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।