Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্য ভবনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


১ আগস্ট ২০১৯ ১০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মৎস্য ভবনের সামনে ট্রাক চাপায় আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ভোরে অজ্ঞাত ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।

পরে খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এসআই আরও জানান, নিহত ব্যক্তির পরনে ছিল খয়েরি রঙয়ের পাঞ্জাবি ও চেক লুঙ্গি। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

টপ নিউজ ট্রাকচাপায় মৃত্যু মৎস্য ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর