ফেরি দেরি করায় অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু: তদন্ত কমিটি পুনর্গঠন
১ আগস্ট ২০১৯ ১২:৪৮
ঢাকা: অতিরিক্ত সচিবের জন্য অপেক্ষা করতে গিয়ে ফেরি ছাড়তে দেরি হওয়ায় অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর আহত এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। পুনর্গঠিত কমিটিতে সদস্য রাখা হয়েছে তিন জন। নতুন এই কমিটি ২৯ জুলাই থেকে কার্যকর হবে। এর আগে ওই ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
বুধবার (৩১ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
পুনঃগঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে। কমিটির বাকি দুই সদস্য হলেন— যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম।
কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।
বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নড়াইলের কালিয়া এলাকায় গত বুধবার (২৪ জুলাই) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তিতাস ঘোষ। তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে নেওয়া হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা অব্যাহত রেখে দ্রুত ঢাকায় পৌঁছাতে প্রায় ৫০ হাজার টাকায় আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়।
তিতাসকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়। ওই সময় একটি ফেরি ঘাটেই ছিল। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অতিরিক্ত সচিব আব্দুস ছবুর মন্ডল এই ঘাট দিয়ে ফেরি পারাপার হবেন— এমন কারণ দেখিয়ে ফেরিটি ঘাট থেকে ছেড়ে যায়নি। প্রায় তিন ঘণ্টা পর ফেরিটি ছাড়লেও অন্য প্রান্তে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে থাকা তিতাস মারা যায়।
অতিরিক্ত সচিব তদন্ত কমিটি তিতাস ঘোষ পুনর্গঠন ফেরি ছাড়তে দেরি