Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ ঘণ্টা পর নতুন চ্যানেলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চালু


১ আগস্ট ২০১৯ ১৫:২১

মুন্সীগঞ্জ: নাব্য সংকটে সাত ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নতুন চ্যানেল দিয়ে শুরু হয়েছে ফেরি চলাচল।

বুধবার (৩১ জুলাই) রাত পৌনে ১২টা থেকে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত এই পথে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল ৭ টায় নতুন চ্যানেল দিয়ে এই পথে ফেরি চলাচল শুরু হয়। মোট ১২ টি ফেরি দিয়ে এই পথে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ছিল শতাধিক যানবাহন। ধীরে ধীরে সেগুলো পার করা হচ্ছে। দুপুর পর্যন্ত আটটি নাইটকোচসহ পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, লৌহজং টার্নিং পয়েন্ট চ্যানেলে নাব্য সংকটের কারণে সারারাত ফেরি চলাচল করতে পারেনি। পরে সকালে নতুন চ্যানেল সৃষ্টি করা হয়। এই চ্যানেল দিয়ে পারাপারে আগের চেয়ে ৩০ মিনিট সময় বেশি লাগছে বলেও জানান তিনি।

নাব্য সংকেট শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর