ডেঙ্গু: ২৪ ঘণ্টা খোলা দিনাজপুর মেডিকেল কলেজের প্যাথলজি ল্যাব
১ আগস্ট ২০১৯ ১৫:৫০
দিনাজপুর: ডেঙ্গু রোগীদের আরও ভালো সেবা দিতে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্যাথলজী বিভাগের পরীক্ষাগার ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
হুইপ জানান, ডেঙ্গু রোগীসহ অন্যান্য রোগীদের বিভিন্ন পরিক্ষার-নিরীক্ষার জন্য পরীক্ষাগার সার্বক্ষনিক খোলা থাকবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ডেঙ্গু রোীদের বিশেষ সেবা দিতে হাসপাতালের সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং সবার চিকিৎসার খোঁজ খবর নেন।
ডেঙ্গু পরীক্ষা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্যাথলজি ল্যাব