Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত কেন নয়: হাইকোর্ট


১ আগস্ট ২০১৯ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি: সংগৃহীত

ঢাকা: শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং শিশুদের জন্য ক্ষতিকর উপাদান ইন্টারনেট থেকে কেন সরানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তদারকিতে কতৃপক্ষ গঠন করার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট)  জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

বিজ্ঞাপন

বিভিন্ন গণমাধ্যমে শিশুদের জন্য ইন্টারনেটের ক্ষতিকর দিক তুলে ধরে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করা হয়।

সারাবাংলা/এজেডকে/এমআই

টপ নিউজ নিরাপদ ইন্টারনেট শিশুদের জন্য ইন্টারনেট