Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু সচেতনতায় মাঠে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা


২ আগস্ট ২০১৯ ০০:০৬ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ০০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে ডেঙ্গু সচেতনতায় মাঠে নেমেছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে মগবাজার ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এম এ আজিজ ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, ‘সকল শ্রেণির মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের মেডিকেল কলেজের আশে পাশের বাসাবাড়িতে সচেতনতার জন্য শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষার্থীরা লিফলেট ও কাউন্সিল করবে। আশা করি এতে করে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হবে।’

বিজ্ঞাপন

কর্মসূচি উদ্বোধনের পরে মেডিকেল কলেজটির ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ফারুকুল ইসলামের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজটির ফরেনসিক বিভাগের প্রধান প্রফেসর ডা. মঞ্জুরুল কাদের খান, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেন, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী প্রফেসর ডা. সুমাইয়া মাসরুরসহ কলেজের শিক্ষার্থীরা।

র‍্যালী শেষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাতটি টিম সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য নগরীর খিলগাঁও আইডিয়াল স্কুল, মডেল হাইস্কুল খিলগাঁও, ঢাকা আইডিয়াল কলেজ, খিলগাঁও গভর্মেন্ট কলোনী হাইস্কুল, বাংলাদেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, খিলগাঁও গভর্মেন্ট হাইস্কুলে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন

ডেঙ্গু সচেতনতা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর