Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক


২ আগস্ট ২০১৯ ১৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত ও প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় শহরের নারুলী এলাকা থেকে চামেলি বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার খন্দকার পাড়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রতিবেশীরা জানিয়েছেন, রাতে চামেলি এবং তার স্বামীর মধ্যে ঝগড়া হয়েছিল। এক পর্যায়ে চামেলিকে তার স্বামী মারধর করে।

এদিকে সকাল থেকে রুবেল হোসেন (৪০) পলাতক। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাতে রুবেল তার স্ত্রীকে মারধর করে। সকালে বাড়ির একটি ঘরে চামেলির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান সারাবাংলাকে জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর