রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
২ আগস্ট ২০১৯ ১৪:৫১
ঢাকা: রাজধানীর ডেমরা ও লালবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকালে ডেমরার কোনাপাড়া ও লালবাগের শহীদ নগরে এই দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১১টার দিকে দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেন রিয়াব (১৩) ও শামীম হোসেন বেপারীকে (২৩) মৃত ঘোষণা করেন।
রিয়াব কোনাপাড়া আরাবারি বটতলা এলাকার সালাউদ্দিন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. দিদার হোসেন।
তার দাদি সাহিদা বেগম বলেন, সকালে আরাবারি মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল রিয়াব। মাঠের পাশে একটি দোতলা ভবনে বল গেলে কুড়িয়ে আনতে যায় সে। সেখানেই রিয়াব বিদ্যুৎস্পৃষ্ট হয়।
শামীমের সহকর্মী আমির হোসেন জানিয়েছেন, সকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হন শামীম। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীরের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টোলারচর গ্রামে। তার বাবার নাম মো. আলী বেপারী। শহীদ নগর ১০ নম্বর গলিতে ‘আড়া প্লাস্টিক কারখানায়’ কাজ করতেন শামীম।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান জানিয়েছেন, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।