ইয়েমেনে সামরিক প্যারেডে মিসাইল হামলা, ৪০ জনের মৃত্যু
২ আগস্ট ২০১৯ ১৬:৪০
ইয়েমেনের অ্যাডেন শহরে এক সামরিক প্যারেডে মিসাইল হামলা চালিয়েছে দেশটির হুতি জঙ্গিগোষ্ঠি। বৃহস্পতিবার (১ জুলাই) এ হামলায় ইয়েমেনের এক সামরিক কমান্ডারসহ ৪০ জন মারা গেছেন। সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
পুলিশ স্টেশনে পৃথক একটি আত্মঘাতী বোমা হামলায় আরও ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে যাওয়ার পর এই ঘটনা ঘটে। কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
এই মিসাইল হামলা, ইয়েমেন ভূখন্ডে সৌদি সমর্থিত সেনা সদস্যদের উপর সবচেয়ে বড় রক্তক্ষয়ী আক্রমণ।
রয়টার্স জানিয়েছে, জেনারেল আল ইয়াফে বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নামার কিছুক্ষণের মধ্যেই এই মিসাইল হামলা পরিচালিত হয়।
তবে, সামরিক প্যারেডে মিসাইল হামলা এবং পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলার মধ্যে কোন যোগসাজোশ আছে কি না, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাডেন ইয়েমেন কমান্ডার জেনারেল মিসাইল হামলা সামরিক প্যারেড হুতি