Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলাদা হলো জোড়া মাথার রাবেয়া-রুকাইয়া


২ আগস্ট ২০১৯ ১৭:১০ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ১৭:২৬

ঢাকা: দীর্ঘ ৩০ ঘণ্টা অস্ত্রোপচারের পর আলাদা হলো পাবনার জোড়া মাথার দুই বোন রাবেয়া-রুকাইয়া। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের অস্ত্রোপচার সম্পন্ন করেন হাঙ্গেরির একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

অস্ত্রোপাচার শেষে চিকিৎসকরা জানান, রাবেয়া-রুকাইয়ার অবস্থা স্থিতিশীল পর্যায়ে আছে। তারা এখন পর্যবেক্ষণে আছে।

দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) নিউরো সার্জন আন্দ্রেস কসোকে গণমাধ্যমকে বলেন, ‘চূড়ান্তভাবে আলাদা হওয়ার পর তারা স্থিতিশীল পর্যায়ে আছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।’

পাবনার চাটমোহরে ২০১৬ সালের ১৬ জুলাই স্কুল শিক্ষক দম্পতির ঘরে জন্ম নেয় এই দুই বোন রাবেয়া-রুকাইয়া। জন্মের পর থেকেই সন্তানদের মাথা আলাদা করার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়ালেও কোনো উপায় পাননি রাবেয়া-রুকাইয়ার পিতা-মাতা। তারপর শিশু দুটির চিকিৎসার সব দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

২০১৯ সালের জানুয়ারি মাসে প্রাথমিক অস্ত্রোপচারের জন্য দুই বোনকে হাঙ্গেরিতে পাঠানো হয়। সেখানে একবার অপারেশন করা হয়। ওই অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার বসানো হয়।

অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা বলেছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

হাঙ্গেরির দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন (এডিপিএফ) ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে গরিব মানুষকে তারা সেবা দিয়ে থাকে।

আরও পড়ুন
চিকিৎসার জন্য হাঙ্গেরি যাচ্ছে জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়া
জোড়া মাথার শিশুদের চিকিৎসার প্রথম ধাপ সফল
জোড়া মাথার রাবেয়া-রোকাইয়ার চিকিৎসা শুরু কাল

বিজ্ঞাপন

 

জোড়া মাথা টপ নিউজ রাবেয়া-রুকাইয়া সিএমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর