Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ আগস্ট ঈদুল আজহা


২ আগস্ট ২০১৯ ১৯:১৪ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘অধিকাংশ জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বিভিন্ন জেলা প্রশাসক, আবহাওয়াবিদ ও মসজিদের ঈমামরা চাঁদ দেখার কথা জানিয়েছেন। সে অনুযায়ী শনিবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১২ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।’

সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব আনিসুর রহমান, শোলাকিয়া ঈদগাহের ঈমাম মাসউদসহ রাজধানীর একাধিক মসজিদের পেশ ঈমাম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা তাদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেন। যার মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর প্রতি আত্মত্যাগের শিক্ষা লাভ করেন।

সৌদি আরবেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজ হবে আগামী ১০ আগস্ট। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।

ঈদ ঈদুল আজহা জিলহজ মাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর