Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-রংপুর রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু ১০ সেপ্টেম্বর


২ আগস্ট ২০১৯ ২০:৩৮

রংপুর: চলতি বছরের ১০ সেপ্টেম্বর রংপুর থেকে ঢাকাগামী দুইটি নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে রংপুর রেলওয়ে স্টেশনে আকস্মিক এক পরিদর্শনে এসে তাৎক্ষণিক এক পথসভায় এই ঘোষণা দেন রেলমন্ত্রী।

পথসভায় রেলমন্ত্রী বলেন, ‘রংপুর থেকে পার্বতীপুর হয়ে সরাসরি আন্তঃনগর ননস্টপ একটি ট্রেন ঢাকায় যাতায়াত করবে। এছাড়াও রংপুর থেকে বগুড়া হয়ে আরও একটি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’

তিনি আরও বলেন, ‘এতদিন রংপুর থেকে একটি মাত্র আন্তঃনগর ট্রেন ঢাকায় চলাচল করতো। সেই ট্রেনটিরও টাইম শিডিউল ঠিক ছিলোনা। এ ব্যাপারে রংপুরবাসীর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দুইটি ট্রেনের ব্যবস্থা করেছেন। এর ফলে রংপুরের মানুষের দাবি পরিপূর্ণ  হবে।’

এ সময় রেলমন্ত্রী রংপুরের রেলওয়ে স্টেশনের জীর্ণদশা দেখে হতাশা ব্যক্ত করে বলেন, ‘অচিরেই রংপুরে আর্ন্তজাতিকমানের রেলস্টেশন নির্মাণ কাজ শুরু করা হবে।’

রেলমন্ত্রীর এই পথসভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও রেল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ঢাকা-রংপুর আন্তঃনগর ট্রেন দুইটি নতুন ট্রেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর