বরিশাল শেবামেক হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়ে ১১২ জন
২ আগস্ট ২০১৯ ২১:০৯
বরিশাল: বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ১১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০ জন নারী, ৭৫ জন পুরুষ এবং ৭ জন শিশু। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গুর সব ধরণের পরীক্ষা ফ্রি করানো হলেও হাসপাতালে এনএসওয়ান স্ট্রিপের সংকট দেখা দিয়েছে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় শেবামেক হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি সারাবাংলাকে জানান, গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শেবামেক হাসপাতালে ১৮১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৭ জন। আর গত মঙ্গলবার মারা গেছেন ২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১২ ডেঙ্গু রোগী। শেবামেক হাসপাতালে যেসব ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন, তাদের মধ্যে প্রায় সবাই ঢাকায় আক্রান্ত হয়েছেন। তবে কয়েকজন রোগী পাওয়া গেছে যারা বরিশালেই আক্রান্ত হয়েছেন।
ডা. বাকির হোসেন সারাবাংলাকে আরও জানান, শেবামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরের সকল পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা হচ্ছে। তবে ডেঙ্গুজ্বর শনাক্তকরণ কিট এনএসওয়ান স্ট্রিপের সংকট রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুতই স্ট্রিপটি হাসপাতালে পাওয়া যাবে।
ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে বরিশাল ডেঙ্গু রোগী ভর্তি ১১২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ