Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে নতুন ২৩ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৬৫ জন


২ আগস্ট ২০১৯ ২১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী: ফেনীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি আছেন ৬২ জন।

এদিকে, হাসপাতালে ভর্তি হওয়া সকল রোগীদের চিকিৎসার খরচ বহনের ঘোষণা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শুক্রবার (২ আগস্ট) বিকেলে ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য দুইশো মশারি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ফেনী সিভিল সার্জন অফিস সূত্র সারাবাংলাকে জানান, ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে ভর্তি আছেন ৩৬ জন, ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি আছেন ৬ জন, ফেনী আলকেমী হাসপাতালে ভর্তি আছেন ২ জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ১ জন।

বিজ্ঞাপন

ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি সারাবাংলাকে জানান, নতুন রোগীসহ এই হাসপাতালে বর্তমানে ৩৬ জন ভর্তি রয়েছেন। এই পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশীরভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন।

নতুন ডেঙ্গু আক্রান্ত ২৩ ফেনী ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দীন হাজারী মোট ভর্তি ৬৫