Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে অ্যানি-শোভন


২ আগস্ট ২০১৯ ২২:০০

চট্টগ্রাম ব্যুরো: অ্যানি সেনকে সভাপতি, শোভন কুমার দাশকে সাধারণ সম্পাদক এবং ইমরান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।

দুই দিনব্যাপী সম্মেলনের শেষদিনে শুক্রবার (২ আগস্ট) বিকেলে সাংগঠনিক অধিবেশন শেষে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের ৩৫তম কাউন্সিলে নির্বাচিত সভাপতি অ্যানি সেন আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন। শোভন কুমার দাশ আগের কমিটির সাংস্কৃতিক সম্পাদক এবং ইমরান চৌধুরী সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

দ্বিতীয় দিনের সাংগঠনিক অধিবেশনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরীর শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র ইউনিয়নের দুই দিনব্যাপী জেলা সম্মেলনের উদ্বোধন হয়।

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন নতুন কমিটি সভাপতি অ্যানি সাধারণ সম্পাদক শোভন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর