Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিনামূল্যে মশার কয়েল বিতরণ


২ আগস্ট ২০১৯ ২৩:৫৭

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে মানিকগঞ্জে পাঁচশ মানুষের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েল বিতরণ করা হয়। কয়েল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

এ সময় অন্যান্যের মধ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির মানিকগঞ্জের সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারসিকের সমন্বয়ক বিমল রায়, সামাজিক সংগঠন হাসি’র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটন, ইউনাইটেড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পরিচালক মাহবুবুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের অধ্যাপক কবিরুল বাশারের সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জে কয়েল বিতরণ করা হয়। এতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ও জনসচেতনতা তৈরিতে বিনামূল্যে ৯ হাজার প্যাকেট মশার কয়েল পর্যায়ক্রমে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, ডেঙ্গু মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি, এলাকা ঐক্যবদ্ধভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরাধ মানিকগঞ্জে বিনামূল্যে মশার কয়েল বিতরণ