কঙ্গোতে অর্ধেকের বেশি ইবোলা রোগীকে শনাক্ত করা যায়নি
৩ আগস্ট ২০১৯ ১১:৪৩
ডি আর কঙ্গোতে ইবোলাতে আক্রান্ত রোগীদের মাত্র অর্ধেককে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন দেশটিতে সরকারের সমন্বয়ক জেন-জেকাস মুয়াবে। একইসঙ্গে তিনি আশঙ্কা করে বলেন, ভয়াবহ এই ইবোলা মহামারি আরও তিনবছর স্থায়ী হতে পারে।
শনিবার (৩ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি এ সংবাদ প্রকাশ করে।
জেন-জেকাস মুয়াবে আরও জানিয়েছেন, রুয়ান্ডার সঙ্গে সীমান্তবর্তী গোমায় গত সপ্তাহে যে ইবোলা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন তার কাছ থেকেও কয়েকজন সংক্রমণের শিকার হয়েছেন।
কঙ্গো বর্তমানে ইবোলাতে সবচেয়ে ভয়ংকরভাবে আক্রান্ত হয়েছে। সেখানে ২৭০০ ইবোলা আক্রান্তের বিপরীতে মারা গেছেন ১৮০০ । রোগ বিস্তারের পাশাপাশি গোষ্ঠীগত সংঘাত অব্যাহত থাকায় সেখানে চিকিৎসাসেবা দিতে বাধার সম্মুখীন হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা চিকিৎসকরা।
এর আগে, পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে ২০১৩-১৬ সালে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
ইবোলা কি?
ইবোলা ভাইরাসবাহিত রোগ। রোগের লক্ষণ হিসেবে হঠাৎ জ্বর, শরীর ব্যথা, গলায় ক্ষত ও শারীরিক দুর্বলতা প্রকাশ পায়। এরপর, বমি, ডায়রিয়া ও রোগীর শরীরে রক্তপাতের মতো ঘটনা ঘটে। রোগীর সংস্পর্শে অথবা তরলের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে। দেহে পর্যাপ্ত পানির অভাবে ও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ না করায় রোগীর মৃত্যু হয়।