বগুড়ায় কমছে বন্যার পানি, বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ
৩ আগস্ট ২০১৯ ১৫:২৭
বগুড়া: বগুড়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। প্লাবিত এলাকাগুলোর সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বাসিন্দারা। তবে পানি কমলেও বন্যা দুর্গত অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে।
বগুড়ার পানি উন্নয়ন সূত্র জানিয়েছে, যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বাঙ্গালি নদীর পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নদীর পানি কমতে শুরু করলেও বন্যায় প্লাবিত হওয়া বাড়িঘর এখনও পুরোপুরি বসবাসের উপযোগী হয়নি। বাসিন্দারা বাড়িঘর মেরামত করে বসবাসের উপযোগী করে তুলতে শুরু করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল সারাবাংলাকে জানান, বগুড়ায় বন্যায় ২৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এরমধ্যে ১০ হাজার হেক্টর জমির পাট, ৯ হাজার হেক্টর জমির আউশ ধান, ৩ হাজার ৩০০ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে।
তিনি আরও জানান, বাঙ্গালি নদীর পানিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত জেলার ৬টি উপজেলার ৫৯টি ইউনিয়নের মধ্যে ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ৩৭৭টি গ্রামের ৩ লাখ ৩৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজারের বেশি। তাহাড়া ১৭৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৭টি মাধ্যমিক স্কুল ও ৩টি মাদ্রাসা বন্ধ রয়েছে।
এদিকে, বন্যার্তরা ঘরে ফিরতে শুরু করলেও মাথার উপর সমিতির কিস্তির বোঝা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা। সমিতির লোকজন কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বাসিন্দাদের।
বাসিন্দারা বলছেন, ‘আমরা খাবারই পাচ্ছি না, কিস্তি কীভাবে দিবো। আমরা চাই সরকার যেনো তাদের কিস্তি দেওয়ার জন্য সময় বাড়িয়ে দেয়।’