Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইসেন্স বাতিলের পর থানায় গিয়ে অস্ত্র জমা দিলেন সেই আ.লীগ নেতা


৩ আগস্ট ২০১৯ ১৫:২৪ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লাইসেন্স বাতিলের পর থানায় গিয়ে ব্যক্তিগত দুটি অস্ত্র জমা দিয়েছেন চট্টগ্রামের ‘বিতর্কিত’ আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে মাসুম নিজে খুলশী থানায় গিয়ে অস্ত্র দুটি জমা দেন বলে সারাবাংলাকে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

জব্দ হচ্ছে চট্টগ্রামের আ.লীগ নেতা মাসুমের ‘সেই’ অস্ত্র

এর আগে ২ আগস্ট, শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজারে মাসুমের বাসায় অস্ত্র দুটি জব্দের জন্য গিয়েছিল পুলিশ। তবে অস্ত্র না পেয়ে তারা বাসায় নোটিশ দিয়ে আসেন। এতে বলা হয়, নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই যেন অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়। তা না হলে অবৈধ অস্ত্র হেফাজতে রাখার দায়ে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

দিদারুল আলম মাসুম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। চট্টগ্রামের রাজনীতিতে তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। মাসুম লালখান বাজারের চানমারি রোডের ইপিক কামারপার্ক নামে একটি ভবনের বাসিন্দা আবদুল হকের ছেলে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর এ এফ কবির আহমেদ মানিক গত ২২ জুলাই মাসুমের নামে বিশেষ বিবেচনায় বরাদ্দ থাকা দুটি অস্ত্রের (শটগান/৫৪৪৪/ডবলমুরিং ও পিস্তল/৩৩/খুলশী) লাইসেন্স বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনে মাসুমকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে তাকে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। এছাড়া যুবলীগ নেতা রিপন ও মিজান এবং ছাত্রলীগ নেতা আবদুল মোমিন ও মুজিব হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য তুলে ধরা হয়। এছাড়া মাসুমের বিরুদ্ধে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের অভিযোগ আনেন কাউন্সিলর মাণিক।

ওই আবেদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটকে অস্ত্র দুটির লাইসেন্স বাতিলপূর্বক জব্দের নির্দেশনা দেওয়া হয়। ৩১ জুলাই জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স বাতিল করে অস্ত্র দুটি জব্দের বিষয়ে চিঠি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারকে। সিএমপির বিশেষ শাখার উপকমিশনার মো. আব্দুল ওয়ারিশ খান বৃহস্পতিবার (১ আগস্ট) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অস্ত্র দুটি জব্দের নির্দেশ দেন।

২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থানের সময় চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে দিদারুল আলমের অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি। লাইসেন্স বাতিল হওয়া দুটি অস্ত্রের মধ্যে একটি ওই অস্ত্র বলে জানিয়েছেন মাসুম।

অস্থজমা আওয়ামী লীগ নেতা বিতর্কিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর