Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে দেশীয় অস্ত্রসহ আটক ৩


৩ আগস্ট ২০১৯ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‌বান্দরবান: বান্দরবা‌নে ১টি দেশীয় বন্দুক, ২টি ছু‌রি ও ১৬ রাউন্ড গু‌লিসহ তিনজনকে আটক ক‌রে‌ছে বাংলাদেশ সেনাবা‌হিনী।

শ‌নিবার (৩ আগস্ট) সকা‌লে বান্দরবান জেলার রোয়াংছড়ি থেকে অস্ত্রসহ তা‌দের আটক করা হয়েছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক তিনজন হ‌লেন- চমং মারমার ছে‌লে রিগ‌ছে মারমা, সুই‌তি মারমার ছে‌লে মংথুইপ মারমা ও মংইনু মারমা। তা‌দের প্রত্যেকের বা‌ড়ি রোয়াংছ‌ড়ির তুলাইছ‌ড়ি‌তে।

সেনাবা‌হিনী ও পু‌লিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩ টার সময় রোয়াংছড়ি আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে একটি বি টাইপ টহল দল তুলাইছড়ি এলাকায় সন্দেহভাজন হিসেবে চমং মারমার ছে‌লে রিগ‌ছে মারমা‌কে আটক ক‌রে। প‌রে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সে অস্ত্রের কথা স্বীকার করে। সেই স্বীকারোক্তি অনুযায়ী তার মামার বাড়িতে গিয়ে ১টি ‌দে‌শীয় বন্দুক, ২টি ছু‌রি ও ১৬ রাউন্ড গু‌লিসহ আরও দুইজন‌কে আটক করা হয়।

বিজ্ঞাপন

ব‌ান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সারাবাংলাকে জানান, অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটকের খবর পেয়েছি। আটক হওয়া ব্যক্তিরা বর্তমা‌নে সেনাবাহিনীর হেফাজতে র‌য়ে‌ছে। তাদের এখনও থানায় আমাদের নিকট হস্তান্তর করেনি সেনাবাহিনী।

অস্ত্র-গুলি উদ্ধার অস্ত্রসহ আটক ৩ বান্দরবান রোয়াংছড়ি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর