জিপিএইচ’র নতুন প্ল্যান্ট পরিদর্শন করলেন আমিরাতের রাষ্ট্রদূত
৩ আগস্ট ২০১৯ ১৬:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের নতুন প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আল মেহরি। এ সময় তিনি বলেন, ‘পেশাগত দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সম্মিলন বাংলাদেশে তথা এশিয়ার ইস্পাত খাতে নতুন দিগন্তের সূচনা করবে। এই দৃষ্টান্ত অনুসরণ করে বহির্বিশ্বে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ইমেজ বৃদ্ধি পাবে।’
শুক্রবার (২ আগস্ট) নতুন প্ল্যান্ট পরিদর্শনে গেলে আমিরাতের রাষ্ট্রদূতকে স্বাগত জানান জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি রাষ্ট্রদূতকে নতুন প্ল্যান্টের সার্বিক বিষয় অবহিত করেন।
এ সময় জাহাঙ্গীর আলম বলেন, ‘জিপিএইচ ইস্পাত বিশ্বে প্রথম কোম্পানি যার কারখানায় একই ছাদের নিচে ইলেক্ট্রিক আর্ক ফার্নেস কোয়ান্টাম ও প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এতে ২ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয় হয়েছে। ইতোমধ্যে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে কারখানাটি পরীক্ষামূলক উৎপাদনে যাবে।’
জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির রাষ্ট্রদূতকে বলেন, ‘আমরা পরিবেশবান্ধব উৎপাদন ও সেফটিকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি।’
জিপিএইচ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, ‘এই প্ল্যান্ট চালু হলে ২২৬ কোটি টাকা রাজস্ব পাবে সরকার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে।’
এর আগে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গী বাংলাদেশের ব্র্যান্ড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল মোস্তফাকে নতুন প্রকল্পের সামগ্রিক বিষয় নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন হেড অব প্রজেক্ট ড. এ এস এম সুমন।
সে সময় অ্যাডভাইজর ইঞ্জিনিয়ার মোশতাক আহমদ, আমিরুল ইসলাম, এম এন দস্তুর অ্যান্ড কোম্পানির প্রীতম চ্যাটার্জি, টেকনিক্যাল অডিটর অনিন্দ্য কে. ব্যানার্জি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত প্লান্ট এলাকায় পৌঁছলে জিপিএইচ পরিবারের সদস্য সুবেহ সোহা ও সাফওয়ান সাজিদ রোয়াহেম ফুল দিয়ে বরণ করে নেন। রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গী নতুন প্ল্যান্টের রোলিং-মিল, অ্যাডমিন বিল্ডিং, মেইন রিসিভিং সাবস্টেশন, এয়ার সেপারেশন ইউনিট, স্টোর অ্যান্ড ইনভেন্ট্রি, সিসিএম ইউনিটগুলো পরিদর্শন করেন।
শনিবার (৩ আগস্ট) জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া অ্যাডভাইজার ওসমান গনি চৌধুরী পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।