Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ভারতে গিয়ে চার গরু ব্যবসায়ী আটক


৩ আগস্ট ২০১৯ ১৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ভারতের ফুলবাড়ি এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে গোয়াল পুকুর থানা পুলিশ। সূত্র জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে তারা ভারতে গরু আনতে গিয়েছিলেন।

শনিবার (৩ আগস্ট) সকালে ফুলবাড়ি এলাকার এনামুল হকের বাড়ি থেকে তাদের ভারতীয় পুলিশ আটক করে। পরে তাদের ভারতের একটি কারগারে পাঠানো হয়।

এরা হলেন— আমিনুল হক (১৭), রবিউল ইসলাম (১৮), আবুল হোসেন (২৮) ও আওয়াল (৩০)। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদের মরাধার গ্রামে। মোলানী সীমান্ত পার হয়ে তারা ফুলবাড়ি এলাকায় গিয়েছিলেন।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও বিজিবি’র ৫০ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বলেন, বিষয়টি জেনেছি আমি।

বিজ্ঞাপন

ঈদুল আজহা গরু বাংলাদেশি আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর