Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থনীতি এগিয়ে নিতে ভূমিকা রাখছেন বেসরকারি উদ্যোক্তারা’


৩ আগস্ট ২০১৯ ১৯:৩০ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৯:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে বেসরকারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় শিল্প ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। আমরা এ কথা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীও এ কথা বিশ্বাস করেন। ব্যবসায়ীদের প্রতি আমাদের সম্মান, আস্থা ও বিশ্বাস রয়েছে। বেসরকারি খাতের বিকাশে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।

শনিবার (৩ আগস্ট) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এমসিসিআই) নতুন অফিস উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে অবস্থিত পুলিশ প্লাজায় এমসিসিআই এর নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নিহাদ কবীর। এসময় কেক কেটে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এমসিসিআইএর নেতরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘এখন রাজধানীর উত্তরে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। ফলে এখন এমসিসিআই এর অফিস স্থানান্তর করতে হচ্ছে। কিন্তু আমরা তো আর উত্তরে আসতে পারি না। আমাদের ওখানেই থাকতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয় গুলশান, বনানী এবং বারিধারাসহ আশপাশের এলাকাগুলোতে এমসিসিআই সদস্যদের ব্যবসা কেন্দ্র রয়েছে। ফলে গুলশানের পুলিশ প্লাজায় নতুন অফিস হওয়ায় এখন অধিকাংশ সদস্য সহজেই অফিসে আসতে পারবেন। সেই সঙ্গে অফিসের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। এছাড়া ব্যাংক, বীমা এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো মতিঝিলে থাকায় এমসিসিআই এর মতিঝিল অফিসটিও থাকবে।

অর্থনীতি পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর