আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মশা নির্মূলে কাজে লাগানোর দাবি
৩ আগস্ট ২০১৯ ২২:৩৬
ঢাকা: ‘ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এটা এখন ঢাকা ছাড়িয়ে জেলা-গ্রামে ছড়িয়ে পড়েছে। তাই দ্রুত কার্যকর ওষুধ এনে প্রতিদিনই এডিস মশার উৎসস্থল ধ্বংসের ব্যবস্থা নিতে হবে। যেহেতু সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে দক্ষ জনবলের অভাব রয়েছে তাই দুর্যোগকালীন অবস্থা বিবেচনা করে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এডিস মশা নির্মূলে কাজে লাগান। অতীতেও যেকোনো দুর্যোগে এরা মাঠে নেমেছে।’
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসভবনে ১৪ দলের জরুরি বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
১৪ দলের মুখপাত্র বলেন, ‘ঈদুল আজহা সামনে, লক্ষ লক্ষ ঢাকাবাসী তাদের গ্রামের বাড়িতে যাবেন। সবার সতর্ক থাকতে হবে। তাই এখন থেকেই লঞ্চ, ট্রেন, বাসসহ সব জায়গায় মশা মারার স্প্রে করা বাধ্যতামূলক করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু ছড়িয়ে পড়ার কারণে এই মুহূর্তে প্রয়োজন স্থানীয় সরকার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের সার্বক্ষণিক নিজ কার্যালয়ে বসে ডেঙ্গু প্রতিরোধের কাজ মনিটরিং করা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবশ্যই এই কার্যক্রম চালাতে হবে। এখন সময় বেঁধে কাজ করলে হবে না।’
এরইমধ্যে ১৪ দল জনগণকে সচেতন করার কাজ শুরু করেছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ডেঙ্গুর বিষয়টি নজরে রেখেছেন। তিনি নিজেও যেহেতু উদ্বিগ্ন, সেহেতু যুদ্ধকালীন মনোভাব নিয়ে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ দল-মত নির্বিশেষে সবাইকে ডেঙ্গুর দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে হবে। এ ব্যাপারে আমরা সব সময় সরকারের পাশে আছি।’
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ১৪ দলের উদ্যোগে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট এই তিন দিন বেলা ১১টা থেকে রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা ও এডিস মশা ধ্বংসে জনগণকে সচেতন করতে প্রচারপত্র বিলি ও শোভাযাত্রা কর্মসূচি পালন করো হবে।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের আতাউল্লাহ খান, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদের রেজাউর রশীদ খান, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।