Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৩ ডেঙ্গু রোগী


৪ আগস্ট ২০১৯ ১২:৫৩ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৪:০৭

রংপুর: রংপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহেদুজ্জামান সারাবাংলাকে এসব তথ্য জানিয়ে বলেন, ডেঙ্গু আক্রান্তদের অনেকেই সাধারণ ওয়ার্ডে থাকলেও মশারী টাঙ্গিয়ে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে তাদের। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা দুটি ওয়ার্ডও প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন ভর্তি ১৩ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরে ডেঙ্গু রোগী