Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইতিহাসের সফলতম হজ ব্যবস্থাপনা পরিচালিত হ‌য়ে‌ছে’


৪ আগস্ট ২০১৯ ১৩:৩১

ঢাকা: কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এবার হজ যাত্রা সম্পন্ন হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ‌তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবার ইতিহাসের একটি সফলতম হজ ব্যবস্থাপনা পরিচালনা হ‌য়ে‌ছে।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ‘হজ কার্যক্রম ২০১৯’ এর সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবার ইতিহাসের একটি সফলতম হজ ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে। এ বছর হজের খরচ কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ফলে হজযাত্রীদের বিমান ভাড়া বাবদ ১০ হাজার ১৯০ টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। অন্যান্য বছরের স্বাভাবিক ব্যয় বাড়ার সঙ্গে তুলনা করলে এ বছর প্রকৃত হিসেবে ব্যয় বাড়েনি, বরং কমেছে। তবে সৌদি সরকারের চার্জ বাড়ানোর কারণে ২৫ হাজার ছয় টাকা বেড়েছে।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর কারণেই এবার আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি দেখতে পাইনি। কোনো অবস্থাতেই তিনি আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি পড়তে দেননি।’

তিনি বলেন, এ পর্যন্ত হজের ভিসাপ্রাপ্ত যাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৭৩৬ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সে এরইমধ্যে এক লাখ ১৯ হাজার ৮০০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বাকিরা রোববার ও সোমবার (৫ আগস্ট) নাগাদ পৌঁছাবেন। এবারের হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৯২৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় এক লাখ ২০ হাজার জন সৌদি গিয়ে হজ পালন করবেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, এবার প্রথম বারের মতো চালু হওয়া ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ তথা ঢাকায় সৌদি ইমিগ্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

সরকারি খরচে ওলামা-মাশায়েখ ও সরকারি কর্মকর্তাসহ ১২৪ জনের বহর নিয়ে হজ করতে রোববার সৌদি আরব যাচ্ছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বহরে রয়েছেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসসহ অনেকেই। তারা সবাই আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

রোববার বিকেল সোয়া ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩১২৮ নম্বর ফ্লাইট সৌদির উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

টপ নিউজ ধর্ম প্রতিমন্ত্রী হজ ব্যবস্থাপনা হজ যাত্রা ২০১৯


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর