মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব
৪ আগস্ট ২০১৯ ১৫:১৭
ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার বাসার ঠিকানায় দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের স্বাক্ষর করা আলাদা দুটি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের একটি সূত্র সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে আগামী ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে।
চলতি বছরের জুন মাস থেকে মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। এর ধারাবাহিকতায় তাদের নোটিশ পাঠানো হলো।