Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন


৪ আগস্ট ২০১৯ ১৫:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশাল নগরীর রুপাতলীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুর ১টায় বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে কর্ণারটির উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবুর রহমানের জীবনী জানা সকল শিক্ষার্থীর জন্য একান্ত প্রয়োজন। এই কর্ণারে স্বাধীনতার ৭ মার্চের ভাষণ থেকে শুরু করে তাঁর কর্মময় জীবনচিত্রসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। এর  মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা এই মহান নেতা সম্পর্কে জানতে পারবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধ গান পরিবেশন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরিশাল বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার